কেরলে থাকা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন আসলো বহরমপুর স্টেশনে

কেরলে থাকা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন আসলো বহরমপুর স্টেশনে

    আলম সেখ, নতুন গতি, ভগবানগোলা : করোনা ভাইরাসে সংক্রমণ কে রুখতে দীর্ঘ ৮০ দিন থেকে লকডাউন আছে দেশ, কিন্তু লকডাউন থাকার পরও আজ ৩ লাখের কাছাকাছি আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে। যেহেতু লকডাউনের দ্বারা সংক্রমণ রুখতে পারা যাচ্ছে না অথচ দেশের ইকোনমির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই দেশ কে আনব্লক করে দেওয়া হয়েছে।

    যদিও দেশকে আনব্লক করে দেওয়া হয়েছে কিন্তু মহামারী করোনা ভাইরাসের দুশ্চিন্তা একটুও কম হয়নি তার কারণে বিশেষ করে ভিন্ন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকেরা কাজে যোগ দিতে পারছে না বা তাদের মালিক গুলো কাজ শুরু করতে চাচ্ছে না এই রকম পরিস্থিতিতে সকলেই নিজের বাড়ি ফিরে আসতে চায় কিন্তু দেশকে আনব্লক করা হলেও যানবাহন ব্যবস্থা স্বাভাবিক করা হয়নি সীমিত ভাবে ট্রেন চলছে ও শ্রমিক স্পেশাল ট্রেন গুলো চলছে। গতকাল বৃহস্পতিবার কেরল থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন মুর্শিদাবাদ পৌঁছায়।

    গতকাল ৭৫৫ জন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে নিয়ে কেরল থেকে মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে সেই সমস্ত শ্রমিকদের বহরমপুর গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের চেকাপ করার পর প্রশাসনিক ভাবে বাসের ব্যবস্থা করে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।

    গতকাল এই বিষয়ে শিবম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস বলেন যদিও আজ দেশকে আনব্লক করে দেওয়া হয়েছে কিন্তু করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের বাড়িতেই থাকতে হবে, বিশেষ করে তিনি মুর্শিদাবাদের মানুষদের কে অনুরোধ জানান সবাই যেনো ঘড়েয় থাকে। তিনি বলেন একদিকে করোনা ভাইরাসের দুশ্চিন্তা ও একদিকে অসহায় গরিব মানুষদের খাবারের চিন্তা এমন অবস্থায় শিবম ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের সেবার কাজে লিপ্ত হয়ে আছে আগেও পাশে থাকবে।