|
---|
শিলিগুড়ি: অবৈধভাবে পাথর পাচার করার অভিযোগে পুলিশের হাতে আটক পাথর বোঝাই ট্রাক। বৃহস্পতিবার ভোরে ট্রাক দুটিকে আটক করে বিধান নগর থানার পুলিশ। জানাগেছে, গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন ভোরে পুলিশ অভিযান চালায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে মহানন্দা ব্রীজের উপর। অভিযান চালিয়ে বিধাননগর থানার পুলিশ সেখানে দুটি পাথর বোঝাই ট্রাক আটক করে। যদিও পুলিশি উপস্থিত বুঝতে পেরে দুই চালক পালিয়ে যায়।
পাথর বোঝাই দুটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফাঁসিদেওয়ার বিভিন্ন নদীর ঘাট গুলি থেকে প্রকাশ্যেই অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে বালি পাথর। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে পাথর বোজাই ট্রাক দুটিকে। এই ট্রাক দুটিতে পাথর বোঝাই করে বিহারে পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশের। অবৈধ বালি পাথর পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিধান নগর থানার পুলিশ।