বাংলার বাড়ি প্রকল্প নিয়ে উপভোক্তাদের নিয়ে আলোচনা সভা শিলিগুড়িতে

শিলিগুড়ি: বাংলার বাড়ি প্রকল্পে শিলিগুড়িতে একাধিক বাসিন্দা উপকৃত হয়েছে। সেই প্রকল্পের উপভোক্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হল রবীন্দ্র মঞ্চে। এই প্রকল্পে বিভিন্ন উপভোক্তাদের ১২ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। মাত্র ৭ মাসে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় । এই সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।

    এই প্রকল্পে কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে এই সচেতনতা কর্মশালার আয়োজন করা হয় বলে জানান শিলিগুড়ির পুরনিগমের প্রশাসক মন্ডলীর গৌতম দেব । এদিন সুডার প্রতিনিধি দল ও এই কর্মশালায় উপস্থিত ছিল । অর্থ প্রাপকরা সঠিকভাবে যাতে প্রাপ্য অর্থ ব্যবহার করতে পারেন তাদের সুবিধার্থে এই আলোচনা শিবির বলে জানান পুরনিগমের সদস্য অলোক চক্রবর্তী ।তিনি জানান খুব তাড়াতাড়ি প্রাপকদের হাতে অর্থ তুলে দেওয়া হবে যাতে তাদের পরিকল্পনা বাস্তবায়ন ঘটে।অলোক চক্রবর্তী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার শ্রাবনী দত্ত এবং মানিক দে।