|
---|
উত্তর ২৪ পরগনা: হালিশহর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী অশোক কুমার যাদবের বাড়ির সামনে রাত ১১টা নাগাদ বোমাবাজি। অভিযোগ জানানো হয়েছে গরিফা ফাঁড়িতে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
অশোক যাদব জানান “দুটি বোমা মারা হয়। একটি মারা হয় গাড়ি লক্ষ্য করে। একটা গাড়ির উপরে ফাটে আর একটা গাড়ির পাশে। রাতে তখন খেতে বসেছিলাম। হঠাৎ শুনতে পাই তোমার আওয়াজ। এসে দেখি ছাদের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে।”
তিনি আরো জানান “এই ১৯ নম্বর ওয়ার্ডটি আগে থেকেই ছিল বিজেপির দখলে। যেহেতু আমি জিতেছি, তাই আমাকে ভয় দেখানো হচ্ছে।”
তার বাড়ির সামনে বোমাবাজি কেন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য “গোটা এলাকা জানেন উনি কতটা ভালো মানুষ। সকলের জন্য দলমত নির্বিশেষে কাজ করেন উনি।”