|
---|
আলমগীর : হুগলির খানাকুলের কাছড়া আতরাগোড় পরিচালনায় কাছড়া স্বেচ্ছাসেবক সংগঠনের উদোগে ইসলামিক জলসা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলী জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান,বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সেখ হাসান ইমাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুস সাবুর কাসেমী,রামমোহন কলেজের অধ্যাপক ড, মঈদুল ইসলাম পীরজাদা নাজমুস শাহাদাত সিদ্দিকী,মাওলানা শাহানূর সুরাব,হিফজুল কুরআন নাবাবীয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কাজী মিরাজুল ইসলাম, খানাকুল পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক রাঙা,সংখ্যালঘু সেলের সম্পাদক সাদেক আলী খান, সম্পাদক মজাফ্ফর মন্ডল, সভাপতি সেখ শারাফত, কোষাধক্ষ গিয়াসউদ্দিন,সেখ আক্তারুল, সহ স্থানীয় মসজিদের ইমাম সহ সমাজের বিশিষ্টজন। এই সোসাইটির মাধ্যমে সারাবছর ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। এদিন শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।সকলেই কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন দুয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।