উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে সংরক্ষিত ক্যাটাগরিতে আনট্রেন্ড চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে ডেপুটেশন

নূর মোহাম্মদ খান, কলকাতাঃ দীর্ঘ আট বছর যাবত স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ, রাজ্যজুড়ে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব দেখা দিয়েছে তাই তপশিলি ফেডারেশন এর সহযোগিতায় মাননীয় মৃত্যুঞ্জয় মল্লিকের আহ্বানে “আপার প্রাইমারি আদিবাসী আনট্রেন্ড ঐক্য মঞ্চ” স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে ও বিকাশ ভবনে সংরক্ষিত ক্যাটাগরির শূন্য পদে আনট্রেন্ডদের নিয়োগের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন তপশিলি ফেডারেশনের সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয় এবং আদিবাসী আনট্রেন্ড ঐক্য মঞ্চের সভাপতি গার্গী মুদি ও মঞ্চের সদস্য দেবাশিস মুদি এবং পম্পা বিশ্বাস। ঐ চারজন স্বয়ং চেয়ারম্যান ও সেক্রেটারি সাহেবের সাথে দুপুর বারোটা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের অফিসে সাক্ষাৎ করেন এবং দীর্ঘক্ষণ আনট্রেন্ডদের নিয়োগের ব্যাপারে আলোচনা হয়।

    মঞ্চের পক্ষ থেকে বলা হয় যেসব সাবজেক্ট এবং ক্যাটাগরিতে ট্রেন্ড প্রার্থী পাওয়া যায়নি যথা বাংলা (ST), পিওর সাইন্স(ST, SC, PH/VH,PH/HI) আরবী (OBC-A.F, OBC-B, PH), বায়ো সাইন্স (ST),সংস্কৃত (PH),ইংলিশ (ST) ইত্যাদি এইসব সাবজেক্ট ও ক্যাটাগরিতে অনেক সিট ফাঁকা সেখানে অবিলম্বে আনট্রেন্ডদের ইন্টারভিউতে ডাকতে হবে।

    স্বয়ং চেয়ারম্যান সাহেব আনট্রেন্ডদের যে দাবি আইন মোতাবেক লিগ্যাল সেটা স্বীকার করেন এবং চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে বলেন “যেহেতু আপার প্রাইমারি কোর্টের আইন মোতাবেক নিয়োগ হবে তাই আনট্রেন্ড বিষয়ে ওনারা কোর্টে ডিভিশন বেঞ্চে জানাবেন এবং কোর্টের অনুমতি নিয়ে আনট্রেন্ডদের অবশ্যই নিয়োগ দেবেন এবং যাতে এই আপার প্রাইমারি নিয়োগ আইনি জটিলতায় আর না পড়ে সেই দিকটা খতিয়ে দেখে নিয়োগ শুরু করবেন”।

    চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা হওয়ার পর আনট্রেন্ড চাকরি প্রার্থীরা আশার আলো দেখতে পাচ্ছেন। তপশিলি ফেডারেশনের সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয় বলেন: সংরক্ষণের আইন মেনে সংরক্ষিত ক্যাটাগরির আনট্রেন্ড চাকরিপ্রার্থীদের যতদিন না নিয়োগ করছে ততদিন আন্দোলন চলবে, প্রয়োজনে নবান্ন অভিযান করা হবে।