|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:- দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামাে ধ্বংস করা এবং ধর্মীয় বিভাজনের লক্ষ্যে সংশােধিত নাগরিকত্ব আইন ও এন আর সির বিরুদ্ধে আজ রামপুরহাটে মিছিল বের করেন বামফ্রন্ট ।এই মিছিলে উপস্তিত ছিলেন বহু মানুষ আরো উপস্তিত ছিলেন কমরেড ডাঃ রামচন্দ্র ডােম সহ বিভিন্ন নেতারা কিন্তু এই NRC ,CAA প্রতিবাদী মিছিল পুরো শহর ঘুরতে বাধা দেন রামপুরহাট থানার পুলিশ।