|
---|
আর.এ.মন্ডল, বিষ্ণুপুর : বিষ্ণুপুরের “আমরা করবো জয়,” স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুরু হল মানবিক প্রকল্প “স্নেহের পরশ”। প্রতি সপ্তাহের রবিবার একান্ত আপন পাঠশালা এবং সপ্তাহে একদিন করে পুষ্টিকর খাবার বিতরণ প্রকল্প। সম্প্রতি ১১ জুলাই তার শুভ সূচনা হয়। অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বাঁকুড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্রী শুভাশিস বটব্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান বাঁকুড়া জেলা সংখ্যালঘু সংগঠনের সভাপতি। বিষ্ণুপুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মুখাজ্জী, মহাদেব দে, সাঈদ পালোয়ান, সমাজসেবী তহিদুর রহমান , রাজ্য সরকারী কর্মচারী সংগঠনের জেলা সম্পাদক কাজল চৌবে , গ্রাম প্রধান মড়ার গ্রাম পঞ্চায়েত ,ও বিশিষ্ট সমাজসেবী হরিপ্রসন্ন মিশ্র কুষ্টকল্যাণ সমিতির রাজ্য সভাপতি যোগেন দাস চয়ন আহমেদ কাজী প্রমুখ।
উল্লেখ্য আজ বিষ্ণুপুর কুষ্ঠ কলোনির ৪৫ জন বাচ্চা ছেলে মেয়ে ও যাযাবর কলোনির ২৫ জন ও সত্যজিৎ রায় কলোনি ১১জন দুস্থ গরিব শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠান আজ থেকে শুরু হল। এই সংস্থার কর্ণধার কাজী মুজিবুর রহমান জানান যে, সাপ্তাহিক একান্ত আপন পাঠশালা ও পুষ্টিকর খাবার প্রদান এর পাশাপাশি আজকেই মহিলাদের স্বাস্থ্য সচেতনতা গড়ার লক্ষ্যে ১০০ জন মা-বোনেদের স্যানিটারী ন্যাপকিন প্যাড প্রদান করা হয়। এই সেবা মূলক কাজে বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষজন তার পাশে সহযোগিতা করার জন্য দূর-দূরান্ত থেকে অনুষ্ঠানে যোগদান করেন।