|
---|
মোহাঃ কামরুজ্জামান,নতুন গতি :
আজ ছিলো নির্বাচনের দিন। নির্বাচন যেন নিরপেক্ষ ভাবে হয় এবং তাতে কারো জবর দখল না থাকে তার জন্যই নির্বাচন ব্যবস্থা। জনগণের অপছন্দে কেউ যেন গদি কেড়ে না বসে তার জন্য সাধারণত তার নন জন্যই নির্বাচন হয়ে থাকে।
আমরা সকলেই জানি নির্বাচন মানেই নিজের পছন্দ মতো বা মনের মতো ব্যক্তিকে দায়িত্ব ভার দিয়ে প্রশাসনিক বা পরিচালকের গদিতে বসিয়ে দেওয়া।
ঠিক সেই নিয়ম মেনেই নির্বাচনের দিন নির্ধারিত হয় কালিয়াচকের সুজাপুর নয় মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসায়। কিন্তু নির্বাচনে পুলিশের সহযোগিতায় সমস্ত আসন জবর দখল করে তৃণমূলের গুন্ডাবাহীনিরা। প্রতিবাদে ভোট ওয়াক আউট করেন কংগ্রেসের প্রার্থীগণ।
সুজাপুর বিধান সভার MLA ঈশা খাঁন চৌধুরী অভিযোগ করেন এবং লিখিতও দেন যে, নির্বাচন প্রিসাইডিং অফিসারের এবং নির্বাচন আধিকারিকদের উপস্থিতিতে এবং পুলিশের সহযোগিতায় বুথ জবর দখল করে তৃণমূলের গুন্ডা বাহিনী। তাই আমরা ওয়াক আউট করতে বাধ্য হয়েছি।