নক আউট ফুটবল চ্যাম্পিয়ন মালদা চিন্ময় মেমোরিয়াল কোচিং ক্যাম্পে

সংবাদদাতাঃ কালিয়াচক : নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন মালদা চিন্ময় মেমোরিয়াল কোচিং ক্যাম্প এবং রানার্স কালিয়াচক একাদশ। রবিবার কালিয়াচক হাইস্কুল মাঠে ৭ দিন ব্যাপি নকআউট ফুটবল টু- র্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতায় জেলাও রাজ্যের মোট আটটি দল অংশ নেয়। এদিন জমজমাট ফাইনালে চিন্ময় মেমোরিয়ালটকোচিং ক্যাম্পের মুখোমুখি হয় কালিয়াচক একাদশ। ১-‌০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে চিন্ময় মেমোরিয়াল। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা তুলে দেন উপস্থিত ৩ মহিলা প্রধান। রানার্স দলকে ট্রফি সহ ৫ হাজার টাকা তুলে দেন উপস্থিত প: সমিতির সভাপতি। ম্যান অব দি ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের ঋজু দাস এবং ম্যান অব দি টুর্নামেন্ট রানার্স দলের আনসারুল নাদাব। কালিয়াচক একাদশ ক্লাবের পরিচালনায় ও অন্যান্যদের সহযোগিতায় সাতদিন ধরে টুর্নামেন্টের সুচনা হয়েছিল ২৯ অক্টোবর। খেলা ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে । সঞ্চালকও ধারাভাষ্য দেন মনোময় মুখার্জী । এদিন মাঠে প্রচুর দর্শকের সমাগম ঘটে। এলাকায় ফুটবলের জাগরন , মাঠে প্রতিবছর ফুটবল চালু, ক্রীড়ার বিকাশই এই খেলার উদ্দেশ্য বলে জানান কালিয়াচক একাদশ ক্লাবের সম্পাদক এনারুল হক। ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, কালিয়াচক থানার আইসি সুমন চ্যাটার্জী, বিশিষ্ট নাগরিক আব্দুর রহমান , ক্রীড়াবিদ দিবস সিনহা, ক্লাব সম্পাদক এনারুল হক ও ৩ প্রধান কালিয়াচক ২ গ্রাম পঞ্চায়েতের সালমা খাতুন, আলিপুর ১ গ্রাম প্রঞ্চায়েতের প্রধান সরিফা বানু এবং আলিপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পারভীন বিবি সহ অনেকে।