মেমারি স্টেশন বাজার সংলগ্ন মাছ আড়তের জঞ্জালস্তুপে ভয়াবহ আগুন : দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে।

নূর আহমেদ, মেমারী : ২৮ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় মেমারি স্টেশন বাজার সংলগ্ন মেমারি মাছ আড়তে পড়ে থাকা জঞ্জাল স্তুপে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের কর্মীদের তৎপরতায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা যায়, মেমারি স্টেশন বাজার সংলগ্ন মুখ্য মাছের একটি আড়োত রয়েছে। প্রতিদিন সকালে সেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম হয়। দৈনিক কারবারের শেষে পড়ে থাকা অবশিষ্ট অংশ, জঞ্জাল স্তুপে জমা করা হয়। পাশাপাশি থাকা একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের ও আবর্জনা ওই স্তুপে ফেলা হতো। রবিবার সন্ধ্যায় স্থানীয়রা স্টেশন চত্তরে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যেতে দেখে। এরপরই স্থানীয়রা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোথায় আগুন লেগেছে তার খোঁজ শুরু করে। এরপরেই দেখা যায় মাছের আরতের পাশে থাকা জঞ্জাল স্তুপে আগুন ক্রমশ বেড়েই চলেছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিল স্থানীয়রা। এলাকার মানুষের তৎপরতায় খবর দেওয়া হয় মেমারী দমকল কেন্দ্রে। এর পরেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু স্বল্প পরিসর থাকায় একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভবপর ছিল না। এরপর দমকলের অপর একটি ইঞ্জিন এনে স্থানীয় জলাশয় থেকে পাম্পের মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করার কাজ শুরু করতে থাকে দমকলের আধিকারিকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাপি ব্যানার্জি। তিনি বলেন আগুন লাগার কারণ জানা না গেলেও ক্রমাগত বজ্র পদার্থ যত্রতত্র ফেলে রাখা এবং অসতর্ক থাকার জন্যই এই বিপত্তি। পৌরসভার সঙ্গে কথা বলে দ্রুত বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দমকলের আধিকারিকরা এই মুহূর্তে কাজ করছেন আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে।