|
---|
নিজস্ব সংবাদদাতা,নতুন গতি,ইসলামপুর:সোসাইটি ফর ব্রাইট ফিউচার বা এসবিএফের উদ্যোগে গোটা রাজ্যব্যাপী দুঃস্থ ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণে কাজ করছে । তারই অঙ্গ হিসাবে আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে এসবিএফের উদ্যোগে ও জামাআতে ইসলামী হিন্দের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরন করা হয়। পঞ্চাশজন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন এসবিএফের জেলা কনভেনর আব্দুল কালাম । তিনি বলেন , আমাদের সংস্থার পক্ষ থেকে মুর্শিদাবাদের দুই জায়গায় কম্বল বিতরণ করা হবে । আজ ইসলামপুরে পঞ্চাশটি বিতরণ করা হলো আর আগামী রবিবার লালগোলায় আরও পঞ্চাশটি কম্বল বিতরণ করা হবে । তিনি আরও বলেন, এসবিএফ শুধু কম্বল বিতরণই নয় সেই সাথে বন্যা ও ঝড় কবলিত এলাকায় দুর্যোগ প্রতিরক্ষার কাজও করে থাকে ।
উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রফিকুল ইসলাম। তিনি বলেন , প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক দুঃস্থ মানুষ আছে যাদের পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক নেই । তাদেরকে সহযোগিতা করা মানবতার দাবি । সুতরাং এসবিএফের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানায় । সেই সাথে সমাজের সমাজ সচেতন ব্যক্তিদের সামাজিক এই কাজে এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এসবিএফের সহকারী জেলা কনভেনর গোলাম কিবরিয়া ,এসবিএফের ভলেন্টিয়ার জহুরুল হাসান , নশিপুর হাই মাদ্রাসার শিক্ষক ইসমাইল মন্ডল, আজাহার আলী প্রমুখ ।