|
---|
নতুন গতি ডেস্ক: দিল্লিতে আন্দোলনরত চাষিদের পাশে দাঁড়াচ্ছেন ‘নো এনআরসি মুভমেন্ট’-এর সদস্যরা। এমনকী ২৬ জানুয়ারি আন্দোলনরত চাষিরা ট্রাক্টর র্যালির আয়োজন করেছেন। সেখানে অংশ নিতে চলেছেন তাঁরা। কৃষক বিলের প্রতিবাদের বিরুদ্ধে দিল্লিতে ট্রাক্টর র্যালির আয়োজন করতে চলেছে আন্দোলনরত চাষিরা। ১৩ জনের একটি দল রাজ্য থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। ওই দলের মধ্যে মালদা জেলার প্রতিনিধিরাও রয়েছেন। সদস্যরা জানান, দিল্লির কৃষক আন্দোলনে আন্দোলনরতদের পাশে থেকে এই গণ আন্দোলনকে সম্মান জানানোর পাশাপাশি এই আন্দোলন থেকে শিক্ষা নিতে দিল্লিতে ছুটে যাওয়া। এই তীব্র শীতের মধ্যেও নিজেদের সিদ্ধান্তে অটুট রয়েছেন আন্দোলনরতরা। তাঁদের সঙ্গে কথাও বলবেন এই দলটি বলে জানা গেছে।
এনআরসি লাগু করার পর থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ‘নো এনআরসি মুভমেন্ট’। গত বছরের ৩ ফেব্রুয়ারি এনআরসি-র প্রতিবাদে মালদায় মিছিল করে তারা। সেখানে প্রায় ২৬ হাজার মানুষের জমায়েত হয়। তারপর চাঁচল ও হরিশ্চন্দ্রপুরেও একই রকমভাবে আন্দোলন করে তারা। তারপর কৃষি বিলের বিরোধীতা করে আন্দোলনে নামে তারা। এমনকী বইমেলাতেও প্রচারের ব্যবস্থা করেছে তারা। কলকাতা থেকে দিল্লির উদ্দেশে বৃহস্পতিবার সকালে দলটি ট্রেনে চাপে। মালদা থেকে ওই দলে দিল্লি যাচ্ছেন প্রতিম সিনহা ও আতাউর রহমান। তাঁরা জানান, ‘আমরা আপাতত ১৩ জন যাচ্ছি, পরে আরও ৭ জন দিল্লিতে আমাদের সঙ্গে যোগ দেবেন। কেন্দ্রীয় বিজেপি সরকার এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য কোনও বিল করে নি। সাধারণ মানুষের কথা এই সরকার ভাবে না। তাইতো প্রান্তিক চাষিদের বিপদের মধ্যে ফেলে দিতে চাইছে কৃষির বিলের মাধ্যমে। আমরা কৃষকদের এই আন্দোলনেক সমর্থন করি। তাই তাঁদের পাশে থাকতে চাইছি ট্রাক্টর মিছিলের দিন।’