|
---|
শেখ আব্দুল আজিম, চন্ডিতলা : আকুনি ইচ্ছাপসর B.P.H.C ও কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজ ১৯জুলাই তারিখে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে নবাবপুর পালপাড়া প্রাইমারি বিদ্যালয়, যেখানে সাধারণ মানুষের সুগার টেস্ট, ব্লাড প্রেসার, কফ পরীক্ষা এবং ডাক্তার চেক আপের ব্যবস্থা করা হয়েছে।
উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক ডাক্তার সুদীপ্ত সাঁতরা এছাড়া অন্যান্য ডাক্তারগন ও স্বাস্থ্য কর্মীরা আশা দিদি, মোসলেমা বেগম প্রমুখ।