|
---|
আজিজুর রহমান, গলসি : পূর্ব বর্ধমানের গলসির গলিগ্রাম কম্বল বিতরণ করলো শিমানা নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। স্বর্গীয় শিবনাথ পাঁজা ও দাসীবালা পাঁজার আত্মার শান্তি কামানার জন্য ওই কম্বল বিতরন আয়োজন করেন তার কনিষ্ঠ পুত্র অনুপ পাঁজা। এদিন গলিগ্রাম বাণীমন্দির পাঠাগারের সামনে গ্রামের পঞ্চাশ জন দুস্থ মানুষের হাতে ওই কম্বল তুলে দেন সংস্থার সদস্যরা। স্বর্গীয় শিবনাথ পাঁজা ও দাসীবালা পাঁজার প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করেই আগত দুস্থদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুপ কুমার পাঁজা বলেন মা ও বাবার আত্মার শান্তি কামনার জন্য তিনি শিমানার সদস্যরের নিয়ে ওই কম্বল বিতরনের আয়োজন করেন। গ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়াতেই তাদের ওই উদ্দ্যোগ।