|
---|
নিজস্ব প্রতিবেদক:- অভিনেত্রী মানালি দে কে হয়রানির শিকার হতে হল শুটিং করতে যাওয়ার সময়। জনপ্রিয় টিভি সিরিয়াল ধূলিকণায় ফুলঝুরি চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই এই চরিত্র টিভি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।ঘটনা সুত্রে জানা গেছে শুটিংয়ে যাবার জন্য তিনি অ্যাপ ক্যাব বুক করে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন তাঁকে বেহালা চৌরাস্তার কাছে গাড়ি থেকে নেমে যেতে বলেন। এর কারণ তিনি জানতে চাইলে তাকে বলা হয় ধর্মঘট চলছে । উত্তরে তিনি বিক্ষোভকারীদের জানান এই ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থার থেকে কিছু জানানো হয়নি তাকে। এরপরও অভিনেত্রীকে গাড়ি থেকে নামার জন্য বারেবারে চাপ দেওয়া হয় । অভিনেত্রী মানালি দে গাড়ি থেকে নেমে পড়েন এবং ঘটনাগুলি দেখানোর জন্য সাময়িক সময়ের জন্য ফেসবুক লাইভে আসেন। এরপর অনেক কষ্ট করে গাড়ি জোগাড় করে গন্তব্যস্থলে পৌঁছান অভিনেত্রী।