অবশেষে বিমান ওঠানামার অনুমতি পেল বালুরঘাট বিমানবন্দর

নিজস্ব সংবাদদাতা : অবশেষে বিমান ওঠানামার অনুমতি পেল বালুরঘাট বিমানবন্দর। বিমান পরিষেবা শুরুর আগে নবনির্মিত বালুরঘাট বিমান বন্দরের পরিকাঠামো খতিয়ে দেখল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, রাজ্যের পরিবহন দপ্তর এবং ভূমি দপ্তর। শুক্রবার এই তিন দপ্তরের প্রতিনিধিরা যৌথভাবে বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করেন। ইতিমধ্যেই বালুরঘাট বিমানবন্দরের টার্মিনাল সহ পরিকাঠামোর কাজ শেষ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত এই বিমানবন্দর চালু হবে বলে গত উত্তরবঙ্গ সফরে বলে গিয়েছিলেন। দীর্ঘদিন এয়ারপোর্ট অথরিটি এই বিমান বন্দর থেকে বিমান ওঠানামার অনুমতি না দিলেও অবশেষে সম্প্রতি মিলেছে বালুরঘাট বিমানবন্দরের লাইসেন্স।

    “যদিও বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে লম্বায় ১৩৮০ মিটার হ‌ওয়ায় শুধুমাত্র ছোট বিমান ওঠানামা করতে পারবে। বড় বিমান চলাচলের ক্ষেত্রে প্রয়োজন অন্ততপক্ষে ১৮০০ মিটার রানওয়ের। যাতে অদূর ভবিষ্যতে বড় বিমান ওঠানামা করতে পারে সে কারণে দ্রুত রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক আয়েশা রানি।তিনি আরো জানালেন খুব দ্রুতগতিতে এই কাজ শেষ করা হবে।