ফুটবলার এমিলিয়ানো সালা প্রয়াত

মোঃ রিপন, মুরারই :

    ফুটবল জগৎ মর্মাহত কোনো প্রার্থনাই আর কাজে আসলো না। এমিলিয়ানো সালা আর নেই এটা নিশ্চিত।
    প্রায় দুই সপ্তাহ তন্ন তন্ন করে খোঁজার পর পাওয়া গেছে সালাকে বহনকারী উড়োজাহাজের ধ্বংসাবশেষ। আর এতেই নিশ্চিত হওয়া গেছে সালার মৃত্যুর বিষয়টি। তাকে উদ্ধার অভিযানের নেতা নৌবিজ্ঞানী ডেভিড মেয়ার্নস বিষয়টি নিশ্চিত করেছেন। সালার পরিবারের কাছেও এই তথ্য পাঠিয়ে দেয়া হয়েছে। নৌবিজ্ঞানী ডেভিড মেয়ার্নস জানিয়েছেন তারা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। আর এতে করে নিশ্চিত হওয়া গেছে বেঁচে নেই সালা। কার্ডিফ সিটি তাদের ক্লাব ইতিহাসে রেকর্ড ১৭ মিলিয়ন পাউন্ড খরচ করে সালাকে দলে নিয়েছিলো। সালাও ফুটবল ক্যারিয়ারে একটাই স্বপ্ন ছিলো ইপিএলে খেলা। কিন্তু মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন ২৮ বছর বয়সী এমিলিয়ানো সালা। গেল ২১ জানুয়ারি ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফ সিটিতে যাওয়ার সময় ইংলিশ চ্যানেলে হারিয়ে যায় সালাকে বহনকারী বিমান। এরপর তাকে খোঁজার বহু চেষ্টা করেও, এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম।