|
---|
মহম্মদ রিপন, মুরারই :
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নে দেখা শান্তিনিকেতন এবার কলঙ্কিত হল কিছু ফটোগ্রাফারের জন্য। ইতিমধ্যেই শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল থেকে ভাইরাল হয়েছে কিছু ফটোগ্রাফি। যা নিয়ে রীতিমত নিন্দার ঝড় উঠেছে এলাকায়। এমননিতেই, একাধিক নিয়ম লঙ্ঘন করে সোনাঝুরি জঙ্গলে গড়ে উঠেছে এই রিসোর্ট গুলি।এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।এই শান্তিনিকেতনেই দেশ-বিদেশের বহু পর্যটক আসেন। আর শান্তিনিকেতনের পরিচিত নাম সোনাঝুরি জঙ্গল সবার কাছেই একটি খুব সুন্দর জায়গা। এই জঙ্গলে রয়েছে বেশ কয়েকটি রিসোর্ট। জঙ্গলের মধ্যে সরকারি একাধিক নিয়ম লঙ্ঘন করে গড়ে উঠেছে এই রিসোর্ট গুলি। বহু পর্যটকের এখানে আনাগোনা। রিসোর্টে আসা মানুষজন যথারীতি মদ্যপান করে জঙ্গলের মধ্যে বোতল ছুঁড়ে ফেলে রাখেন। যা নিয়ে সরব হয়েছিল বনদপ্তরও। এবার প্রকাশ্যে এল অন্য দৃশ্য। একটি রিসোর্টে দিবালোকে চলছিল মহিলাদের নগ্ন ফটোগ্রাফি। দিনের আলোয় রিসোর্টের বারান্দায় তোলা এই ধরনের কয়েকটি ছবি স্যোসাল নেটওয়ার্ক সাইট ফেসবুক ও ওয়ার্টস এপে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যা নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে৷ নিন্দার ঝড় উঠে শান্তিনিকেতন এলাকায় ও স্যোসাল সাইট গুলিতে। এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ শকুন্তলা রিসোর্টের মালিক।
যদিও, রূপপুর পঞ্চায়েতের উপ প্রধান বলেন, “দেখেছি কিছু নগ্ন ছবি। তবে আমরা নিজেরা তদন্ত করে দেখছি। তীব্র নিন্দা করি এর। প্রমাণ হলে প্রশাসনকে বলব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।”