|
---|
মহঃ সফিউল আলম, রাজনগর :
বীরভূমের রাজনগরে ডাকবাংলো ময়দানে ৬ ফেব্রুয়ারী রবীন্দ্রনাথ ধর সারদা শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শিশু মন্দির পরিচালন সমিতির সম্পাদক রমেশ বন্দ্যোপাধ্যায় ৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান আচার্য মনোজ ভট্টাচার্য ৷ সভা মঞ্চে বিশিষ্ট রুপে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক কানাইলাল মন্ডল , ইস্তাক হোসেন , সুস্থির রাম রায়চৌধুরী , শিক্ষক বিমান ভান্ডারী , সোমনাথ ভট্টাচার্য , বিদ্যালয়ের শুভানুধ্যায়ী রুপে আনন্দ মোহন নন্দী প্রমুখ ৷ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় পড়ুয়ারা ৷
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে অসংখ্য ছাত্র ছাত্রী ৷ বাবা , মা ও অভিভাবকরাও এদিন বিশেষ ২ টি পৃথক প্রতিযোগিতায় অংশ নেন ৷ পুরস্কার বিতরণী সভার মাধ্যমে কৃতী ও সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সহ অন্যান্যরা ৷ ছোট্ট পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ৷ সভা সঞ্চালনায় ছিলেন এই প্রতিবেদকের পাশাপাশি আনন্দ নন্দী , অন্যান্য শিক্ষকবৃন্দ ৷ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো ৷