পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নাম প্রকাশ্যে ? জেনে নিন

নতুন গতি ওয়েব ডেস্ক: অবশেষে রহস্য ভেদ, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন এই নিয়ে ধোঁয়াশা ছিল দীর্ঘদিন ধরেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ হিসেবে দেখিয়েই বাংলায় গদি জিততে চেয়েছিল গেরুয়া শিবির। কে হতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, এই প্রশ্ন কৌতুহল যুগিয়েছে আপামর বাঙালির মনে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত প্রশ্নের উত্তর মিলল। সোমবার যুব মোর্চার সমাবেশ উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের দাতনে গিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে গিয়েই নিজের বক্তব্যে তিনি বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই ভেঙে যাবে তৃণমূল, আর ভবিষ্যৎ বাংলার মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ। তিনি সংসারধর্ম করেননি, আমার দৃঢ় বিশ্বাস তাকেই একদিন মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাবে! দায়িত্ব নিয়ে বাংলা চালাবেন তিনি, প্রসঙ্গত উল্লেখ্য।

    বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে নানা মত প্রচলিত ছিল এতদিন ধরে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রত্যেকেই।তবে এবার সৌমিত্র ঘোষণাই করে দিলেন। তবে সৌমিত্র’র এহেন বক্তব্যে শোরগোল পড়ে গেছে বিজেপির অন্দরমহলে।তবে এখন‌ও সরকারিভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। যদিও বঙ্গ সফরের সময়ে অমিত শাহ্ বলে গেছেন বহিরাগত কেউ নয় বরং বাংলার ভূমি পুত্র‌ই বাংলা শাসন করবে। এখন দেখার সৌমিত্র’র কথা অনুযায়ী দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয় কিনা!