জিএসটির খপ্পরে এবার পাহাড়ের ছোট বড় সবকটি হোটেলই

নিজস্ব সংবাদদাতা: জিএসটির খপ্পরে এবার পাহাড়ের ছোট বড় সবকটি হোটেলই। গতকাল থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের সাথে জিএসটি যোগ হবার কারনে প্রচণ্ডভাবে সমস্যায় পড়তে চলেছে পাহাড়ের ছোট এবং বড় সবকটি হোটেলই।জিএসটির আওতায় চলে আসায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে পাহাড়ে প্রায় অনেকটাই।আর এই ভাবে চট করে জিনিসের দাম বেড়ে যাওয়াকে মানুষ ঠিক কতটা মেনে নিতে পারবে এটাই চিন্তায় ফেলেছে হোটেল মালিকদের।জিএসটি যুক্ত হওয়ায় একজন পর্যটকের খরচ বাড়তে পারে প্রায় তিনহাজার টাকা মাথাপিছু।তাই দুশ্চিন্তায় হোটেল মালিকেরা। শুধুমাত্র তারাই নয় জিএসটি যুক্ত হওয়ায় চিন্তায় পড়ে গেছেন পাহাড়ের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সব মানুষেরাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে দাড়িয়েছে দুইটার  থেকে তিনটাকা বেশী।ফলে সমস্যায় পড়ে যাচ্ছেন তারাও।জিএসটি যুক্ত হয়ে যাওয়ায় বাড়তে পারে গাড়ি ভাড়াও এই আশঙ্কা ঘিরে ফেলেছে পর্যটকদের।তাই একদিকে পর্যটকেরা হতাশ এবং অন্যদিকে দুশ্চিন্তায় পাহাড় জিএসটি বাড়ায় পাহাড়ের পর্যটন শিল্পের উপরে বিশাল ধাক্কা আসতে চলেছে বলে।