|
---|
সেখ সামসুদ্দিন, ৩০ আগস্টঃ মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ওয়ার্ড অফিসের সামনে বৈকালিক রাখি বন্ধন উৎসব করা হয়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, ওয়ার্ড কাউন্সিলার তথা মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, ওয়ার্ড সদস্য সমরেন্দ্রনাথ দাশগুপ্ত, সৌম্যকান্তি সিনহা, স্নেহাশীষ ঘোষ দস্তিদার, সোনা বিশ্বাস, শুভাশিষ ঘোষ দস্তিদার সহ অন্যান্য সদস্যবৃন্দ। এলাকার মেয়েদের সঙ্গে বিধায়ক ও ভাইস চেয়ারম্যানও রাস্তায় নেমে পথ চলতি মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। একইসঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় এক হাজার মানুষকে রাখি পরানো হয় এই অনুষ্ঠানে।