|
---|
বিশেষ প্রতিবেদন, কলকাতা : সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এবং সামাজিক ঐক্যবদ্ধ বজায় রাখতে ২১ শে আগষ্ট ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশন এর উদ্যোগে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য স্তরের কনভেনশন।উক্ত কর্মসূচীকে সফল করে তুলতে মঙ্গলবার কলকাতার টাউন হলে সরকার পক্ষের সংখ্যালঘু মুখদের উপস্থিতি এবং জেলা ইমাম মোয়াজ্জেমদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো কলকাতার টাউন হলে। ২১ আগষ্ট সংখ্যালঘু সংগঠনের পক্ষ থেকে ডাকা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন সামাজিক মূল্যবোধ বাঁচিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে জনকল্যাণমূলক সরকারের পাশে থেকে সবাইকে কাজ করার আহ্বান রাখেন। উপস্থিত ইমাম, মোয়াজ্জেম,ও বিশিষ্টজনের উপস্থিতিতে সর্বাঙ্গীণ সাফল্য করতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান ববি হাকিম। টাউন হলে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী,জাভেদ আহমেদ খান, নবনির্বাচিত হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান,ইমামে ঈদাইন কারী ফজলুর রহমান,নাখোদা মসজিদের ইমাম কারী মৌলানা সফিক কাশেমী, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, বিধায়ক মোসারফ হোসেন, সৌমিক হোসেন, হজ কমিটির সদস্য আব্দুল হামিদ, বাকি বিল্লাহ, সহ অল বেঙ্গল ইমাম, মোয়াজ্জেম সহ বিশিষ্টজনেরা।