|
---|
নতুন গতি নিউজডেস্ক : লকডাউনের মধ্যে অবশেষে খুলল মদের দোকান। সামাজিক দূরত্ব খতিয়ে দেখলো আবগারি দপ্তর। বুধবার সকাল থেকে শহরের আনাচে কানাচে ভিড় জমিয়েছিলেন সুরা রসিকরা। লকডাউনের জেরে টানা ৪২ দিন বন্ধ মদের দোকান। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় সোমবার থেকে খুলবে মদের দোকান। জেলার কয়েকটি জায়গায় চিহ্নিত করা হয় মদের দোকানগুলি। সকাল থেকে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন গলি থেকে উঁকি মেরে দেখেন দোকান খুলেছে কিনা। সকাল থেকে দুপুর বারবার মদের দোকানের সামনে দিয়ে স্কুটি এবং বাইক নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় সূরা রসিকদের। বিভিন্ন মদের দোকানের সামনে সাদা চক দিয়ে গন্ডি কেটে দেওয়া হয় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। তা দেখেই সূরা রসিকরা বুঝতে পেরেছিলেন সোমবার খুলবে মদের দোকান।
মদের দোকান খোলা নিয়ে গুজব শুরু হয় মালদা জেলা জুড়ে। কেউ কেউ সকাল ছয়টা থেকে মদের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে পরেন। সকাল গড়িয়ে গেলে তারা ভাবলেন বেলা ১২ টায় খোলা হবে মদের দোকান। কিন্তু সেটাও ভেস্তে যায়। তারা অপেক্ষার পর অপেক্ষা করেছেন। অবেশেষে শোনা যায় জেলার বেশ কিছু এলাকায় বিকেল তিনটে নাগাদ খোলা হয় মদের দোকান।
সারাদিন অপেক্ষার পর সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে পড়েন সূরা রসিকরা।
তবে মদের দোকানের সামনে চক দিয়ে যেমন গন্ডি কাটা ছিল তার পাশাপাশি দেয়ালে পোস্টার আটকে দেওয়া হয় দোকানের তরফ থেকে। লকডাউনে সেই পোস্টারে লেখা রয়েছে ‘নো মাস্ক, নো লিকার’।