|
---|
বিশেষ প্রতিবেদন,নিউদিল্লি : সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে সাধারণ মানুষের উপর বঞ্চনার বিরুদ্ধে একাধিকবার রুখে দাঁড়িয়েছে। সোমবার দিল্লির রাজঘাট দেখলো দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে জমায়েত। উল্লেখ্য রাজঘাটে তৃণমূল নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে ধরনা-অবস্থান করছিলেন। সেই সময় দিল্লি পুলিশ বারবার হুইসেল বাজিয়েছে, এমনকি লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের তাড়া করেছে । যা নিয়ে রাজঘাটে অশান্তির পরিবেশের সৃষ্টি হয়। দিল্লি পুলিশ অতি সক্রিয় হয়ে ওঠে বলেও অভিযোগ ওঠে। এরপর রাজঘাটের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করার সময়ও বারবার হুইসেল বাজানো হয়।যার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেসের সর্ব স্তরের নেতা কর্মীরা।