“যারা গরীবের টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”: অনুরাগ ঠাকুর

দেবজিৎ মুখার্জি: অভিষেকের ‘বঞ্চনা’ তোপের পালটা ‘দুর্নীতি’ অস্ত্রে শান দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

     

    তিনি বলেন, “সারদা নারদা তো বটেই মনরেগার নামেও লুট হয়েছে। দু’তলা তিনতলা বাড়ির মালিক আবাস যোজনায় বাড়ি পেয়েছে। এতো অনিয়ম কেন। বারবার রিপোর্ট চাওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার জবাব দেয়নি। আগে তো কাটমানি খেত, এখন তো পুরো টাকাটাই চলে যাচ্ছে। এর জবাব দেবেন মমতা দিদি। ইউইপিএ আমল থেকে এনডিএ আমলে বরাদ্দ বেড়েছে। ৩০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাকে। যারা গরীবের টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”