|
---|
“করোনা” যোদ্ধাদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো দুই স্বেচ্ছাসেবী সংগঠন
জাহির হোসেন, নতুন গতি : “করোনা” র দৌলতে সারা বিশ্ব এখন মহামারিতে জর্জরিত। এই মহামারিতে যারা সামনের সারির যোদ্ধা তারা হলেন, আমাদের স্বাস্থ্য কর্মী, ডাক্তার, নার্স এছাড়াও পুলিশ প্রশাসনের ভূমিকা অপরিসীম। এই পুলিশ প্রশাসনের কথা মাথায় রেখে “চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটি” ও “ডায়াবেটিস অ্যাওয়ারনেস এন্ড ইউ” এর উদ্যোগে এবং বারুইপুর পুলিশ জেলার সহযোগিতায় আজ বেলা ১১টায় পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বারুইপুর জেলা পুলিশের অফিসে অনুষ্ঠিত হলো এক বিশেষ “স্বাস্থ্য পরীক্ষা শিবির”।
উক্ত শিবিরে আসন অলংকৃত করেন, বারুইপুর জেলা পুলিশ সুপার রশিদ মুনির খান, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ মজুমদার, ডাঃ রমেন্দ্র হোম চৌধুরী, ডাঃ অরিন্দম বিশ্বাস, ডাঃ দেবাশীষ বসু, সংগীতশিল্পী সিধু, খেলোয়ার শুভাশীষ বসু প্রমূখ।
এস.পি রশিদ মুনির খান জানান, আজ থেকে শুরু করে আগামী ২৪ তারিখ পর্যন্ত দশ দফায় পুরো দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত সমস্ত পুলিশ ও ট্রাফিক কর্মীদের জন্য এই স্বাস্থ্য শিবির চলতে থাকবে। তিনি অত্যন্ত আনন্দিত স্বেচ্ছাসেবী সংগঠনের এই মহতী উদ্যোগে।
“চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটি” তরফ থেকে প্রসেনজিৎ মিস্ত্রি জানান, অসাধারণ অনুভূতি হল আজকে অনুষ্ঠানের। পুলিশ কর্মীরা তানাদের ব্যস্ততার মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে খুবই সুষ্ঠুভাবে স্বাস্থ্য শিবির সম্পন্ন করেন। এবং আগামীতেও তাঁদের সহযোগিতায় এমনই সুষ্ঠভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে শিবির চলবে সে বিষয়ে আশ্বস্তও করেন।
“ডায়াবেটিস অ্যাওয়ারনেস এন্ড ইউ” এর তরফ থেকে বলেন, এই কঠিন সময়ে করোনা যোদ্ধা যারা তাদের স্বাস্থ্য পরীক্ষাটা অত্যন্ত দরকার। তাদের স্বাস্থ্য যাতে সুস্থ ও ঠিক থাকে, তাঁরা ঠিক থাকলে আমরা উপকৃত হবো তাই এই বিশেষ উদ্যোগ।
স্বেচ্ছাসেবী সংগঠন গুলি বারুইপুর পুলিশ সুপার কে ধন্যবাদ জানান তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং আগামীতেও তাদের সঙ্গে এরকম স্বাস্থ্য শিবির করতে তারা ইচ্ছা প্রকাশ করেন। এবং জানান যে সমস্ত পুলিশকর্মীরা উক্ত স্বাস্থ্য শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন আগামীতেও তাদের শারীরিক বিষয়ে নজর রাখা হবে সংস্থার পক্ষ থেকে।