|
---|
নতুন গতি নিউজ ডেস্ক :
রেলের একটি নতুন বিঞ্জপ্তি অনুসারে সকল পাঠক কে জানানো যায় যে,২৭ শে জানুয়ারি রবিবার বিকাল পাঁচটা থেকে ২৯ শে জানুয়ারি ২০১৯ মঙ্গলবার সকাল পাঁচটা পর্যন্ত অনিবার্য কারণ বশত শিয়ালদহ দক্ষিণের বজবজ শাখায় ট্রেন চলাচল আংশিক বন্ধ থাকিবে ।
পাঠকদের সুবিধার জন্য আরও জানানো যায় যে সুধুমাত্র একটি ট্রেন বজবজ থেকে ব্রেসব্রিজ পর্যন্ত চলবে। এবং শিয়ালদহ থেকে নিউ আলিপুর এর মধ্যে কিছু ডাউন ট্রেন চলাচল করবে । মাঝেরহাট স্টেশন থেকে কোনো গাড়ি চলাচল করবে না ।
দেশ, বিদেশ, আন্তর্জাতিক সমস্ত রকম খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজএ https://m.facebook.com/natungati/ এছাড়াও রয়েছি আমরা ইউটিউবে https://www.youtube.com/channel/UCjH5ax6zeTMDZQERQ8ZA8UA
নতুন গতি এর সঙ্গে আপনার মূল্যবান সময় কাটানোর জন্য ধন্যবাদ ।