|
---|
লুতুব আলি, বর্ধমান, ১৪ ডিসেম্বর : আজ সকালে বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হল ১৫ তম ভারত সংস্কৃতি উৎসব। বিভিন্ন ধরনের ট্যাবলো, শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠনের কর্মকর্তা, প্রশাসনিক আধিকারিক সহ সাধারণ মানুষেরা বর্ণাঢ্য পদযাত্রা বর্ধমান শহর পরিক্রমা করে। এদিন সন্ধ্যায় বর্ধমান টাউন হলে সাড়ম্বরে আনুষ্ঠানিকভাবে ১৫ তম ভারত সংস্কৃতি উৎসবের শুভ সূচনা হয়। ৭ সাতটি দেশ ও ভারতের ২০ টি রাজ্যের প্রায় ৫০০০ শিল্পীরা এই ভারত সংস্কৃতি উৎসবে যোগদান করেছেন। এদিন সন্ধ্যায় বর্ধমান টাউনহলের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু, উত্তরপ্রদেশের বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখেশ পান্ডে প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন ভারত সংস্কৃতি উৎসবের কর্ণধার তথা সম্পাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার। প্রসেনজিৎ পোদ্দার জানান ১৮ ডিসেম্বর পর্যন্ত এই ভারত সংস্কৃতি উৎসব চলবে। বর্ধমান টাউন হলের অডিটোরিয়াম, রেলের রঙ্গমঞ্চে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। একইসঙ্গে সকাল ন’টা থেকে রাত্রি ৯:০০ টা পর্যন্ত বর্ধমান টাউন হল ময়দানে বিভিন্ন স্বাদের অনুষ্ঠান থাকছে। নাচ, গান, ছাড়াও থাকছে কবিতা উৎসব। ২৩ থেকে ৩০ ডিসেম্বর কলকাতার আইসিসিআর এ ভারত সংস্কৃতি উৎসবের আরেকটি অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের বাজে প্রতাপপুর রামকৃষ্ণ আশ্রম এর মহারাজ স্বামী অজ্ঞানানন্দ মহারাজ, বর্ধমান পৌরসভার কাউন্সিলর তথা ভারত সংস্কৃতি উৎসবের অন্যতম উদ্যোক্তা অরূপ দাস ও বিশিষ্ট আবৃত্তিকার দেবেশ ঠাকুর প্রমুখ।