গলসিতে সেনাকর্মী স্বর্গীয় জীবনচন্দ্র ঘোষ স্মৃতি সম্মাননা প্রদান

আজিজুর রহমান,গলসি : বুধবার গলসি থানার দক্ষ পুলিশ, সিভিক, স্থানীয় নাগরিক ও সমাজকর্মীদের পুরস্কৃত করা হল। সেনা কর্মী স্বর্গীয় জীবনচন্দ্র ঘোষ স্মৃতি পুরস্কারে তাদের ভূষিত করা হয় DDN বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে। গলসির পুরসা অগ্রগামী যুব সংঘের সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজিত হয়। জানা গেছে, জীবন চন্দ্র ঘোষ ভারতীয় সেনা জাওয়ান ছিলেন। চাকরী শেষে তিনি আর্মি ড্রাইভার হন। কোলকাতায় এক কর্নেল এর চালক ছিলেন। গত ২৩ শে মার্চ ১৯৮৪ সালে কোলকাতার ফোট উইলিয়াম এর কাছে পথ দুর্ঘটায় মাত্র ৪৫ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কর্ম জীবনে তিনি তিনবার সরকারি সম্মানে ভুষিত হন। তার স্মৃতি উদ্দ্যেশে বুধবার স্মারক সম্মান পান NSG BLACK CAT COMMANDO মানস ঘোষ, সাংবাদিক আব্বাস আলি, গলসি থানার অ্যাম্বুলেন্স চালক ও সহকারী জাকির মুন্সী, কপিল দেব মন্ডল, বিকাশ বগদি, উত্তম সামুই। দক্ষ সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ অভিজিৎ ঘোষ,  উজ্জল মন্ডল, শেখ স্বপন, অক্ষয় সোম, সেখ আমির হোসেন, সৌভিক সোম, বাবর আলী মল্লিক, সাইফুল আলম মন্ডল, সেখ ইনদাদুল হক, সোমনাথ চ্যাটার্জী, শুভেন্দু হাজরা, আশিষ সাহা। দক্ষ পুলিশ অফিসার সম্মানে ভুষিত হন মহঃ ওয়াসীম আক্রম ও হৃদয় মুখার্জি। দক্ষ ট্রাফিক নিয়ন্ত্রক সম্মান পান নোডাল অফিসার মোহন চক্রবর্তী ছাড়াও কনস্টেবল জনাব আলী শা। এর পাশাপাশি সড়ক দুর্ঘটনা স্থলে দায়িত্ববান সেরা নাগরিক সম্মানে ভুষিত হন সিমনোড়ী গ্রামের সেখ বাপি, নসিবুল সেখ, ছোট্টু সেখ সহ গলিগ্রামের সৌভিক গাঙ্গুলী। এক সপ্তাহে ১৮০০ ইউনিট রক্ত দান করে সেরা সমাজ কর্মী সম্মানে ভুষিত হন বীরভূমের কাজল সেখ। তাছাড়াও হাবড়ার রুবি ঘোষ, ও গলসির ফজিলা বেগমকে সম্মানিত করা হয়। পাশাপাশি গলসির লোকসাহিত্য ও ঐতিহ্য বিষয়ে গবেষক হিসাবে শিক্ষক শেখ ফিরোজ আলীকে সম্মানিত করা হয়।