ফুটবল উৎসবের উদ্বোধন করলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ মালিক।

লুতুব আলি, বর্ধমান, ২৫ ডিসেম্বর : বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বর্ধমান ২ নং ব্লকের বড়শুল এ অনুষ্ঠিত হল ফুটবল উৎসব। এই ফুটবল উৎসবের উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক। পরিচালনায় বড়শুল লাকচার মাড। এই সংগঠনের ১৪ তম বর্ষ ফুটবল উৎসব ২০২২. এই সংগঠনের অন্যতম সদস্য ছিলেন বিনয় মান্ডি। অতি সম্প্রতি তাঁর অকাল প্রয়াণ ঘটে। আদতে এই প্রতিযোগিতাটি বিনয় মান্ডি স্মৃতি ফুটবল প্রতিযোগিতা হিসাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান সংগঠনের সভাপতি শ্রীকান্ত লাল টুডু, সম্পাদ ক রঘুনাথ মুরমু, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক বিশ্বনাথ মুরমু। এদিনের আটদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিধায়ক নিশিত কুমার মালিক বলেন, রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলার অগ্রসর ঘটনার জন্য যে বার্তা দিয়েছেন আদিবাসী সম্প্রদায়দের এই সংগঠনটি তা অক্ষরে অক্ষরে পালন করছে এ ব্যাপারে তিনি সন্তোষ প্রকাশ করেন। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বড়শুল বিএফ সি সি উৎসব মাঠে। এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের মান্ডি একাদশ বনাম উত্তর পাড়ার নিউ গাছে গাঁও তা, বাম ৭০ মাইল যুয়ন জমিদ গাওতা বনাম মন দিসম মান বায়ার এফ. সি, হুগলির পান্ডুয়ার অল ইয়ামি এফ .সি বনাম স্বর্গীয় অনন্ত সরেন স্মৃতি একাদশ, পূর্ব বর্ধমানের কে এম সি মুর্মু একাদশ বনাম বন্ধু একাদশের মধ্যে প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয়। ফাইনালে ওঠে মন দিশাম মান বায়ার এফ.সি ও অল ইয়ামি এফ সি। ট্রাই বেকারে ৩ -২ গোলে জয়লাভ করে দক্ষিণ পুরুলিয়ার মান দিশাম মান বায়ার। এ দিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বনাথ মুরমু।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অরুন গোলদার, বিশিষ্ট সমাজসেবী ও বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌরাঙ্গ লাল বসু, বড়শুল দুই নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, বিশিষ্ট সমাজসেবী ও সমবায় আন্দোলনের নেতা গৌড় দত্ত প্রমুখ।