সকলকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন অমৃতিগ্রামের প্রিয় শিক্ষক অপূর্ব

নতুন গতি প্রতিবেদক, মোথাবাড়ী : জনপ্রিয় ও প্রতিভাবান শিক্ষক অপূর্ব ঘোষ এর অকাল প্রয়াণে শোকের ছায়া অমৃতি র গ্রামে ।। অকালে চলে গেলেন প্রতিভাধর ও ছাত্র ছাত্রী দরদী শিক্ষক অপূর্ব ঘোষ । বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর । মানিকচকের লালবাথানী হাইস্কুল (উ:মা:) ইংরেজি শিক্ষক হিসেবে গত ৫ ই এপ্রিল ২০০৬ সালে যোগদান করেন । প্রথমে চাকরিতে যোগদান করেন চাঁচলের খরবা হরিনারায়ণ হাইস্কুলে 2002 সাল নাগাদ । গত ১০ এপ্রিল বুধবার সকাল 11 টা নাগাদ হার্ট এটাক হয়ে অপূর্ব ঘোষের মৃত্যু হয়েছে । এদিন অসুস্থ হলে মালদা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় । ও সেখানে তার মৃত্যুতে ইংরেজবাজার ব্লকের অমৃতির বড় মোহন পাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া । শোক প্রকাশ করেছেন বহু ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকার অসংখ্য মানুষ । মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান বহু ছাত্র ছাত্রী ও বন্ধু , অসংখ্য গুণমুগ্ধ মানুষ । এছাড়া ও লালবাথানী হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার ও শিক্ষক শিক্ষিকারা । বৃহস্পতিবার স্কুলের তরফে নানা ভাবে শ্রদ্ধা নিবেদন করেন স্কুল । তার প্রতিকৃতি- ছবি নিয়ে একটি মৌন মিছিলে হাটেন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। প্রধান শিক্ষক উত্তমকুমার কর্মকার বলেন, অপূর্ব ঘোষ একজন ছাত্র দরদী, দক্ষ ও অসাধারণ গুনের শিক্ষক ছিলেন । গত 2006 সালে এই স্কুলে চাকরিতে যোগদান করেন । পরিবার ও স্কুল সূত্রে জানা যায়, তার হার্ট এটাকে মৃত্যু হয়েছে । বাড়িতে রয়েছে স্ত্রী তাপসী ঘোষ, তার এক ছেলে অর্ক ঘোষ ক্লাস সেভেনে পাঠরত ও মেয়ে অন্বেষা ঘোষ ওয়ান ক্লাসে পড়ে । অপূর্ব ঘোষের বাবা রামেশ্বর ঘোষ স্থানীয় প্রমীলা বালা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক । অপূর্ব ঘোষ বাঙ্গীটোলা হাইস্কুল থেকে ১৯৯৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন কৃতিত্বের সঙ্গে । সেবছর আর্টস বিভাগে ক্লাসে প্রথম হন । অপূর্ব ঘোষ ইংরেজি অনার্স এম এ বিএড সম্পন্ন করেন । একজন অসাধারণ প্রতিভাধর ও বহু গুনের অধিকারী ছাত্র ছিল সে । শিক্ষক হিসেবে ও দারুণ জনপ্রিয় ছিল অপূর্ব ঘোষ । খেলাধূলা , আবৃত্তি,বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ছিল ও একাধিক পুরস্কার পেয়ে সকলের নজর কাড়ে । তার ছিল সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ মন । বন্ধুদের কাছে তার এই ভালোবাসা চিরদিন অক্ষয় হয়ে থাকবে বলে মনে করেন এক বন্ধুরা । একজন প্রকৃত শিক্ষক কে হারিয়ে কার্যত শোক স্তব্ধ মালদা । গত বছর একই বয়সের আরেকজন শিক্ষকের হার্ট এটাক হয়ে মৃত্যু হয় হয় জানান প্রধান শিক্ষক । শিক্ষকের মৃত্যুতে বিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া।