|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্কঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ঝামেলা কে কেন্দ্র করে গত২৮/৯/১৮ তারিখে অনৈতিক ভাবে ১৯ জন ছাত্র কে বহিস্কার করা হয়!ঐ ১৯ জনের মধ্যে ১ জন ছাত্র অনুপস্থিত ও ১ জন ব্যাঙ্গালরে চিকিৎসাধীন ছিল!পরবর্তীতে ৮ জন কে ফিরিয়ে নেওয়া হয় এবং ৩/১/১৯ তারিখে ECর মিটিংয়ে নূতন ভাবে ৩ জনের নাম যুক্ত করে শেষমেশ ৯ জন কে ২ বছরের জন্য সাসপেন্ড এবং ৫ জন কে বহিস্কার করা হয়৷এই ১৪ জন ছাত্র কে নিষেধাজ্ঞা জারী করা হয় তাদের ক্যাম্পাসে প্রবেশে ও!বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিয়ে ক্যাম্পাস ছাড়ে কারিগরি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্ররা!তারপরই শুরু হয় অনশন!রাজারহাট নিউটাউন ক্যাম্পাসে!অনশন শুরু হয় গত 2ই এপ্রিল থেকে!অনশন চলাকালীন ক একজন ছাত্ররা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন!অনশনের ১৮তম দিনেও আলিয়ার কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কোন হেলদোল নেই!তাই গত ১৭/৪/১৯ তারিখে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা জনাব তৈয়েবুল্লাহ সাহেবের নেতৃত্বে রাত ৯:৩০মিনিটে ছাত্রদের সঙ্গে দেখা করতে আসেন জয়েফের কর্ণধার ফুরফুরা শরিফের পীরজাদা মহিবুল্লাহ হুসাইনী,সেবা ফাউন্ডেশনের ফুরফুরা শরিফের পীরজাদা তৈয়েব সিদ্দিকি,বিশিষ্ট সমাজকর্মী রিয়াজুল ইসলাম(রাজু),প্রাক্তন ছাত্রনেতা মহঃ কুতুব উদ্দিন,নিউটাউনের ইমাম হাফেজ জসিম উদ্দিন,সিদ্দিকিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মাওঃ সাইফুদ্দিন,সমাজসেবী হাজী আনজির মোল্লা প্রমূখ!তাদের কষ্ট ভাগ করে নেওয়া জন্য রাত ৯:৩০ থেকে রাত ১:৩০ পর্যন্ত তাদের কাছে উপস্থিত
ছিলেন সম্মানীয় ব্যাক্তিবর্গরা!পীরজাদা মহিবুল্লাহ হুসাইনী তাদের শারীরিক খোজখবর নেন এবং আগামী ২৪ তারিখে ছাত্ররা তাদের বার্ষিক অংশগ্রহন করতে পারে সে বিষয়ের উপর কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন!সমাজকর্মী রিয়াজুল ইসলাম(রাজু)বলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অমানবিক ভাবে ছাত্রদের বহিস্কার করাজ জন্য ভিসির বিরুদ্ধে একরাশ খোব প্রকাশ করেন!প্রাক্তন ছাত্রনেতা তৈয়েবুল্লাহ সাহেব বলেন আমার আলিয়া ছাত্রদের যথাপযুক্ত দাবী আদায়ের জন্য তাদের পাশে থাকব বলে আশ্বস্থ করেন,বহিস্কৃত ছাত্রদের মধ্যে তাজ উদ্দিন বলেন আমাদের দাবী না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আগামী ২২ তারিখে আমরা ছাত্রদের পক্ষ থেকে কণভেনশনের আয়োজন করেছি এই কণভেনশনের পরই পরবর্তী আন্দোলনের রুপরেখা ঠিক করব৷