|
---|
নূর আহমেদ, মেমরি : পূর্ব বর্ধমান জেলার, মেমারি থানার অন্তর্গত, মেমারি এক নম্বর ব্লকের রসুলপুর এলাকা থেকে,বাড়ির পাশে পিলার বসানোকে কেন্দ্র করে মামী কে মারধরের অভিযোগে গ্রেফতার ১ ব্যক্তিকে, আজ বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,ধৃত ব্যক্তির নাম- রাজেন্দ্র সিং, বয়স ৩৯ বছর,বাড়ি -পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের রসুলপুরের মাঠপাড়া এলাকায়,পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে পিলার বসানো কে কেন্দ্র করে, গত মে মাসের ১৭ তারিখে, মামির সঙ্গে মারামারির ঘটনা ঘটে ধৃত ব্যক্তির,ধৃতের মামি,- চলতি মাসের ৪ তারিখে, বর্ধমান আদালতে অভিযোগ দায়ের করেন ধৃতের নামে,মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, ঘটনার তদন্ত শুরু করে, এবং গতকাল বুধবার রাতে, রসুলপুর থেকে অভিযুক্ত রাজেন্দ্র সিং কে গ্রেফতার করে,আজ বৃহস্পতিবার ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ।