|
---|
মালদা , ১৬ই জুলাই । ধার নেওয়া কুড়ি হাজার টাকা চাইতে গিয়ে পাওনাদার ও তার পরিবারকে বোমা মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার শেরশাহী এলাকার আজিজটোলা গ্রামে।
পাওনাদার মন্টু শেখের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা এলোপাথাড়ি বোমাবাজি করে বলে অভিযোগ। আর তাতেই পাঁচ মহিলা সহ মোট সাতজন গুরুতর জখম হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন মহিলার অবস্থা সংকটজনক। তাদেরকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাকি দুইজনের চিকিৎসা চলছে কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল।
এদিকে এই ঘটনার পর আক্রান্ত মন্টু শেখের পরিবার হামলাকারী আজিকুল শেখ, পল্টু শেখ, রকিম শেখ সহ তাদের দলবলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই হামলার ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত মহিলারা হলেন মহফুরা বিবি (৩০) , মুন্নি খাতুন (২৫), জাকিরা বিবি (৩২), সাইরুন খাতুন(৩০) এবং সাবিরা বিবি (৫০)। এদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহত মহিলাদের শরীরের বিভিন্ন জায়গায় বোমার আঘাত লেগেছে তাদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন কর্তব্যরত মেডিকেল কলেজের চিকিৎসকেরা। পাশাপাশি আহত মন্টু শেখ ও তার এক আত্মীয়ের চিকিৎসা চলছে কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে।
পুলিশকে অভিযোগে আহতদের এক আত্মীয় মুক্তারুল শেখ জানিয়েছেন, মন্টু শেখ তারই এক প্রতিবেশী আজিকুলকে ব্যবসার জন্য কুড়ি হাজার টাকা ধার দিয়েছিলেন। ছয় মাস পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দিচ্ছিল না আজিকুল ও তার পরিবারের লোকেরা । পাওনা টাকা চাইতে গিয়ে মন্টু শেখকে অনেকবার হেনস্থার মুখে পড়তে হয়। মঙ্গলবার সকালে আজিজুলের কাছে পুনরায় কুড়ি হাজার টাকা চাইতে যায় মন্টু শেখ। তখন মন্টু শেখকে আজিকুল ও তার দলবল ব্যাপক মারধর করে। স্থানীয় গ্রামবাসীরা এসে গোলমাল থামিয়ে মন্টু শেখকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। এরপরই এদিন বিকেল তিনটে নাগাদ আজিজুল শেখ , পল্টু শেখ, রকিম শেখ দলবল নিয়ে মন্টু শেখের বাড়ির সামনে এলোপাতাড়ি বোমা ফাটাতে থাকে। ওদের বাড়িতে ঢুকে মুড়ি-মুড়কির মতো বোমা ফেলে। বাড়িতে তখন মহিলারা দুপুরের আহার পর্ব সেড়ে বারান্দায় বসে ছিলেন । বোমায় জখম হন বাড়ির সদস্যরা। দুষ্কৃতীদের এই তাণ্ডবে এলাকায় শোরগোল পড়ে যায়। গ্রামবাসীরা দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা মুড়ি-মুড়কির মতো বোমা ফাটিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। পরে আহতদের এলাকার মানুষ উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন।
বোমায় জখম মন্টু শেখ জানিয়েছেন, আজিকুল শেখ ও তার দলবল তাদের বাড়িতে বোমা মেরে পরিবারের সকলকে খুনের চেষ্টা চালিয়েছে। এই ঘটনার ব্যাপারে কালিয়াচক থানায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, টাকা – পয়সা সংক্রান্ত গোলমালের জেরে বোমাবাজির ঘটনাটি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।এই ঘটনার পর অভিযুক্তদের খোঁজ শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এলাকায় পুলিশের টহলদারি চলছে। বোমায় জখম মহিলাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।