স্কুল চলাকালীন দুই ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুল সভাপতির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া: নদীয়ার নাকাশিপাড়া শিবপুর জনকল্যাণ হাই স্কুলের ছাত্রী কে মারধরের অভিযোগ উঠল দাপুটে তৃণমূল নেতা তথা স্কুল সভাপতি অমিত বিশ্বাস (রাণা) ঘটনার সূত্রপাত গত সোমবার স্কুলে গিয়েছিল শিল্প বিশ্বাস ও বর্ষা মণ্ডল পরিবারের দাবি যখন ক্লাস চলছে তখন স্কুলে আসেন পরিচালন সমিতির সভাপতি তথা অমিত বিশ্বাস স্কুলের দুই ছাত্রী শিল্পা ও বর্ষাকে জলের পাইপ দিয়ে বেধড়ক মারধর করে ওই দুই স্কুল ছাত্রী গুরুতর আহত অবস্থায় তাদের কে প্রথমে নিয়ে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে ঘটনার প্রতিবাদে বিকেলে স্কুলের সামনে স্থানীয় লোকজন ও অভিভাবক বিক্ষোভ ঘেরাও করে রাখে প্রধান শিক্ষক – সহ স্কুলের অন্যান্য শিক্ষকদের অভিভাবক দাবি এর আগেও স্কুলে গিয়ে ছাত্রীদের মারধর করেছেন অমিত বিশ্বাস খবর পেয়ে রাতে স্কুলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ পুলিশের কাছে লিখিত অভিযােগ দায়ের করেছেন ওই ছাত্রীর পরিবার। ঘটনায় জেরে উত্তেজনা ছড়াল নদীয়ার নাকাশিপাড়ায় থানার শিবপুর গ্রামে ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত শিবপুর জনকল্যাণ সংঘ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অমিত বিশ্বাস ওরফে রানা।