শোভারাণী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের ডাকে মহা মিছিল

ইলিয়াস মল্লিক, নতুন গতি: আজকে বেলা ১২টা নাগাদ হাওড়া জেলার ”শোভারাণী মেমোরিয়াল কলেজের” তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট ডাকে ছাত্রছাত্রীরা জগৎবল্লভপুর থেকে ইছানগরী পর্যন্ত মহামিছিল সম্পন্ন করলো।আগামী ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে লক্ষ্যে আয়োজিত মহাসমাবেশ এর প্রস্তুতি জোর কদমেই নেওয়া হল কলেজের সংসদের তরফ থেকে। এই মিছিলে প্রায় ১৫০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারা দেশের গনতন্ত্র এর বেহাল অবস্থা ও রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যবহার নিয়ে সরব হয় ছাত্রছাত্রীরা। এছাড়াও তারা ধর্মের নামে প্রকাশ্য নির্দোষ খুনের মত অপরাধ নিয়েও আওয়াজ তোলে। ঐ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য,জগৎবল্লভপুর দু’নম্বর অঞ্চল প্রধান রঞ্জন কুন্ডু, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমিক লাহেরি, কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌগত হাইত, প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্র প্রতিনিধি সোহেল গায়েন, হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তুফান ঘোষ ও কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ। কলেজের তরফ থেকে জানানো হয় একুশে জুলাই শহীদ দিবস স্মরণে তৃণমূল যুব কংগ্রেসের সভায় প্রধান বক্তা মমতা ব্যানার্জি যা দিশা দেবেন সেই গুলোকে পাথেয় করে চলবে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। ঐ দিন তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন দেশের মধ্যে যে রাজনৈতিক অরাজকতার তৈরী হচ্ছে তার জন্য মেশিন নয় ব্যালট এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া চালু করা উচিত। এছাড়াও প্রকাশ্য হত্যা ও নারী সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের অসফলতা নিয়ে তীব্র নিন্দা করেন।