|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: মঙ্গলবার বিকেলে রাজনগর হাইস্কুলের উদ্যোগ ব্যবস্থাপনায় ও কাজরী স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষ সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়৷ বিতরণ করা হয় অসংখ্য পেয়ারা গাছের চারা৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা৷ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এদিনের যাবতীয় সূচী৷ এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল৷
বিদ্যালয়ের দ্বিতলে সভাকক্ষে প্রথম পর্যায়ের অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোজ ভট্টাচার্য, কাজরীর কর্ণধার তথা সমাজসেবী শিক্ষক উজ্জ্বল রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক সংগঠক কালীপদ দাস, শিক্ষক স্বরূপ আচার্য, কাজরীর শিক্ষিকা ঝুমা বাগ্দী প্রমুখ৷ বক্তারা পরিবেশ বিষয়ক বিশেষ বার্তা দেন৷ গাছ লাগানো, যত্ন করা, সবুজ বাঁচানো, পরিবেশ ভারসাম্য রক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়৷ কবিতা পাঠ, সংগীত পরিবেশন করে পড়ুয়ারা৷ সংগীত পরিবেশন করেন ঝুমা বাগ্দীও৷ দ্বিতীয় পর্যায়ে বিদ্যালয় অঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়৷ কাজরীর পক্ষ থেকে অসংখ্য পেয়ারা গাছের চারা বিতরণ করা হয় ছাত্র ছাত্রী ও অন্যান্যদের৷ এইরূপ উদ্যোগকে স্বাগত জানান অভিভাবক সহ এলাকাবাসী৷