বারুইপুর রবীন্দ্র ভবনে প্রকাশ পেল কথাচর্যা পত্রিকা

সামিম আহমেদ, নতুন গতি,বারুইপুর:ভারতের অবস্থা সম্পর্কে জ্ঞানী গুণী সহ সর্ব স্তরের মানুষ অবগত আছেন। সাহিত্য চর্চা বাঙালির রক্তের সঙ্গে মিশে গেছে।সেই প্রাচীন কাল থেকেই বাঙালি জাতি সাহিত্য চর্চা তে বেশ ছাপ রেখেছে, তা ইতিহাস ঘাটলে বোঝা যায়।দেশের এই শোচনীয় অবস্থা ও কথাচর্যা কে থামিয়ে রাখতে পারিনি।প্রখ্যাত শিক্ষক রামচন্দ্র নস্করের সম্পাদনায় বিগত চার বছর এই পত্রিকা প্রকাশ পাচ্ছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তি বর্গ। রামচন্দ্র নস্কর বলেন,”অনেক নামী দামী লেখক লেখিকার কাছে গিয়েছিলাম কেউ আমাদের গুরুত্ব দিয়েছে কেউ আমাদের গুরুত্ব দেইনি”। লেখক লেখিকা দের সাহিত্য বানিজ্যিক মানসিকতার প্রকাশ পেয়েছে।