|
---|
আজাহারউদ্দিন : হুগলির আরামবাগের দারকেশ্বর নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পার্শবতী এলাকার জল ঢুকে পড়ছে।আরামবাগ বিধানসভার সালেপুর এলাকায় বন্যার জল প্রবেশ করে মাটির বাড়ি ধসে পড়ে চাষবাসের জমি জলের তলায়, অসহায় অবস্থায় জীবনযাপন করছেন ওই এলাকার মানুষজন। তাদের হাতে ত্রিপল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও আর্থিক সাহায্য তুলে দেন আরামবাগ লোকসভা যুব নেতা সেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ।তিনি বলেন রাজ্য সরকার সর্বদা আপনাদের সাথে আছেন আমি আমার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।উল্লেখ আরামবাগ শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে সাহায্য করা সুন্দরবন যশ ঝড়ের দাপটে সব লণ্ডভণ্ড ক্ষতিগ্রস্তদের মানুষের পাশে ত্রান নিয়ে হাজির ছিলেন তৃণমূল নেতা শাহিদ ইমাম ওরফে মহারাজ।আরামবাগ এলাকা বিভিন্ন জায়গায় বন্যা আসার ফলে পুরসভা ও প্রশাসনিক আধিকারিকরা সর্বদা সজাগ রয়েছেন সমস্ত মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় বলে জানান তৃণমূল নেতা শাহিদ ইমাম ওরফে মহারাজ।