|
---|
নূর আহমেদ : ১৮ই জুন,রবিবার, মেমারি আল মদিনা এডুকেশন এণ্ড ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার সকাল দশটা নাগাদ মেমারির মামূন ন্যাশনাল স্কুলে সম্পূর্ণ বিনা মূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরিক্ষা শিবিরের অয়োজন করা হয়। ২৩ বছর ধরে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা যায় উদ্যোক্তাদের পক্ষ থেকে। ৩০০ জনেরও বেশি মানুষ জন এই শিবিরে বিনা মূল্যে এই পরিষেবা গ্রহন করেছেন এদিন। হুগলির রোটারী আই হসপিটাল কোলকাতার ফরটিস্ট হসপিটাল এন্ড কিডনি ইনস্টিটিউট, এবং বর্ধমানের মিডি ডন। এই তিনটি সংস্হার যৌথ উদ্যোগে এদিনের এই শিবিরের আয়োজন হয়। প্রসঙ্গ যে সমস্ত মানুষ জনদের সহযোগিতায় জামিয়া মদিনা তুল উলুম সহ বিভিন্ন চালিত হয় সেই সমস্ত মানুষ জনেদের কথা চিন্তা করেই এই শিবিরের আয়োজন করা হয়। জানালেন আল মদিনা সোসাইটির সভাপতি কাজী মোহাম্মদ ইয়াসিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেমারি পৌরসভার পৌর প্রধান,ও উপ পৌর প্রধান।