পঞ্চায়েত ভোটের আগে শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান, হাতে পতাকা তুলে দিলেন মহম্মদ সাইফুল

নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর:দুর্দিন চলে গেছে, সুদিন ফিরছে শতাব্দী প্রাচীন দল জাতীয় কংগ্রেসের। ঘাসফুল থেকে কংগ্রেসে যোগদান করিয়ে এমনই মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস নেতা তথা কাউন্সিলর মহম্মদ সাইফুল।

     

    পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসতে থাকে দলবদলের খবর। কখনও বিরোধী থেকে শাসক শিবিরে, আবার কখনও শাসক থেকে বিরোধী দলে ভিড়তে থাকেন বহু নেতা কর্মী। পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়া নিয়েও দলীয় কর্মীদের মধ্যে বাড়তে থাকে অসন্তোষ। এরইমধ্যে বিগত কয়েক সপ্তাহে তৃণমূল ছেড়ে শয়ে শয়ে কর্মীকে কংগ্রেসে যোগদান করতে দেখা গিয়েছে। এবার পঞ্চায়েত ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুর সহ বিভিন্ন জায়গায় তৃণমূলে ভাঙ্গন ধরলো।

    কংগ্রেস নেতা মহম্মদ সাইফুল বলেন, তৃণমূল কংগ্রেস যৌবন থেকে বার্ধক্যে পৌঁছে শেষের শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এখন একটি ক্ষয়িষ্ণু দল। ভালো সৎ লোকের স্থান এখন তৃণমূলে নেই। তাই অনেক নেতা টিকিট পাইনি। এদিন তিনি জানিয়েছেন কেশপুর ব্লকের কয়েকটি গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করেছে এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও এই কংগ্রেসে যোগদানকে আমল দিতে নারাজ তৃণমূল।