উৎসবের মরসুমে স্বর্ণদীপের উদ্যোগে ধারাবাহিক বস্ত্রবিতরণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উৎসবের মরসুমে উৎসবের উপহার হিসেবে ধারাবাহিক ভাবে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো দক্ষিণবঙ্গের অগ্রগন্য স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে। মহাষষ্ঠীর সন্ধ্যায় কলকাতার গড়িয়া এলাকায় গড়িয়া বোড়াল শান্তি সংঘ ক্লাবের সহযোগিতায় আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা বেশ কিছু মানুষের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

    স্বর্ণদ্বীপের এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন মারুফা স্মৃতি ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সহ স্বর্ণদ্বীপের সকল সদস্য- সদস্যাবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।”
    এরআগে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট ও একলব্য ফাউন্ডেশনের উদ্যোগ সাগরদ্বীপে সুন্দরবন রুদ্রনগর বিশালক্ষী পল্লী উন্নয়ন সমিতি ক্লাবের সহযোগিতায় স্থানীয় প্রায় ১০০ জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে শতাধিক মানুষের বিনামূল্যে হেলথ চেক-আপ করা হয় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।এরও আগে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বীরভূম জেলার বোলপুরের ‘ফাঁসি ডাঙ্গা, বধূরা গ্রামে এবং আদিত্যপুর, সর্বানন্দ পুর আদিবাসী পাড়ায় বেশকিছু আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা আদিবাসী শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
    পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে হেলথ চেক-আপ এর পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়েছে এখানকার বাসিন্দাদের। এই কাজে সহযোগিতা করেন নাওয়া মার্শাল ফাউন্ডেশন। স্বর্ণদ্বীপের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা নিয়ে তাঁরা এভাবেই আগামীদিনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান।