জাতীয় কৃষক দিবসে বাগনানের কৃষকদের সংবর্ধিত করা হল।

লুতুব আলি, ২৪ ডিসেম্বর : ২৩ ডিসেম্বর ছিল জাতীয় কৃষক দিবস। এই উপলক্ষে হাওড়ার বাগনানের খালোর অঞ্চলের রামচন্দ্রপুরের কৃষকদের সংগঠিত করা হল। আয়োজক : বাগনান কেন্দ্র কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। সহযোগিতায় ছিল খালোর অঞ্চল কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিনটি ঐতিহ্যের সঙ্গে কৃষক দিবস হিসাবে পালিত হয়। চৌধুরী চরন সিং পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে থাকাকালীন কৃষকদের স্বার্থে নজিরবিহীন কাজ করেছেন। উল্লেখযোগ্য : রিডেমশন বিল ১৯৩৯ খসড়া তৈরি ও তার রূপায়ণ করেছিলেন। ১৯৬০ সালে ল্যান্ড হোল্ডিং অ্যাক্ট, ১৯৭৮ সালে কিষন ট্রাস্ট তৈরি করেছিলেন। তাই কৃষক দরদী প্রধানমন্ত্রী চরণ সিং এর জন্মদিনটি মর্যাদার সঙ্গে স্মরণ করলো বাগনানের তৃণমূল কংগ্রেস প্রভাবিত কৃষক সংগঠন। এদিন রামচন্দ্রপুরের ২০০ জন কৃষকদের গামছা, দাউলি দিয়ে বরণ করা হয়। উপস্থিত ছিলেন বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীর সামন্ত, খালোর অঞ্চল তৃণমূল কংগ্রেস কিষাণ খেত মজনুর সভাপতি কৃষ্ণপদ রায় প্রমুখ। আয়োজকদের তরফে চন্দ্রনাথ বসু জানান, দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী চৌধুরী চরন সিং কৃষকদের স্বার্থে কাজ করে গিয়েছিলেন বলে তাঁর জন্মদিনটি কৃষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। অন্যদিকে দেশের বর্তমান প্রধানমন্ত্রী কৃষক বিরোধী কাজ করার জন্য কৃষকরা রাস্তায় নেমে বর্তমান প্রধানমন্ত্রী র কুশপুত্তলিকা দাহ করছেন এবং গণআন্দোলন গড়ে তুলছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী সরকার বলেও তিনি আখ্যা দেন।