বিশিষ্ট সমাজসেবীর স্মরণসভা বীরভূমের টেগোর সোসাইটির কার্যালয়ে

 

    মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল প্রকল্পের আবাদনগর কার্যালয়ে ৫ মে বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ ওরফে বিভু চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়৷ বিভু বাবু টেগোর সোসাইটির প্রাক্তন কর্মী, শুভানুধ্যায়ী ও বিরাটী বিবেক দিশারী সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক৷ গত ২৩ এপ্রিল তিনি প্রয়াত হন৷ তাঁকে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ এর লক্ষ্যে এই স্মরণ সভার আয়োজন বলে জানা গিয়েছে৷

    উল্লেখ্য, রাজনগর আবাদনগরে সোসাইটির কার্যালয়ে আয়োজিত উক্ত স্মরণ সভাটির ব্যবস্থাপনায় ছিল টেগোর সোসাইটি৷ আর্থিক সাহায্য সহযোগিতায় বিরাটী বিবেক দিশারী সংস্থা৷ উপস্থিত ছিলেন বিশিষ্টদের মধ্যে বিবেক দিশারীর চেয়ারপার্সন সঞ্জয় পাল, নরসিংহ রায়, শিশির চ্যাটার্জী, বিভু বাবুর পরিবারের সদস্য ও আত্মীয়দের তরফে তাঁর ভাই ড. অমিতাভ চক্রবর্তী, ছোটদি শুক্লা রায়চৌধুরী, বড়দি, জামাইবাবু ড. নগেন্দ্র প্রকাশ, টেগোর সোসাইটির কর্ণধার তথা পরিচালক চন্দ্রকান্ত দত্ত প্রমুখ৷ স্মরণ সভার শেষ পর্যায়ে বিভু বাবুর পরিবার, আত্মীয় ও বিবেক দিশারীর পক্ষ থেকে কচিকাঁচা পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ, খাতা, পেন্সিলবক্স, জলের বোতল, লেখাপড়ার সামগ্রী প্রভৃতি তুলে দেওয়া হয়৷ উল্লেখ্য, প্রয়াত বিশ্বজিৎ তথা বিভু বাবু সমাজ সেবায় যথেষ্ট অবদান রেখে গিয়েছেন৷ বহু দুঃস্থ ছাত্র ছাত্রীকে তিনি বিভিন্ন ভাবে আর্থিক সাহায্যও করেছেন৷ তাঁর মতো একজন মহানুভব ব্যক্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিভিন্ন স্তরের মানুষজন ও এলাকাবাসী৷