|
---|
নিজস্ব সংবাদদাতা, মালদা: নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রর নাম সুরজ কর্মকার। জানা যায় দুই দিন আগে বাড়ি থেকে শুক্রবার বিকেলে নিখোঁজ হয়। এক কিশোরের তার পরিবারে তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। মালদা চাঁচলের হরিশ্চন্দ্রপুর– ২ ব্লকের মনোহরপুর গ্রামের ঘটনা৷ ওই কিশোরের আত্মীয়রা জানান বুধবার বিকেলে বাড়ির পাশে একটি মাঠে খেলাধুলা করছিল সেখান থেকে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোজাখুজি করে পরিবারের লোকেরা সব আত্মীয়ের বাড়িতেও খোজ চালায় তা ছাড়াও সোসাল মিডিয়াতেও প্রচার করা হয়। চাঁচলের এসডিপিও সজল কান্তি বিশ্বাস বলেন, ওই কিশোর ২ দিন ধরে নিখোঁজ ছিল। কেউ বা কারা অপহরণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়। বাড়ির কিছুটা দূরে একটা ভুট্টার জমি থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।
এদিন বিকেলবেলা ওই গ্রামেরই কিছু কৃষক ভুট্টার জমির দিকে যাওয়ার সময় ওই কিশোরের মৃতদেহ দেখতে পায়। এলাকায় খবর যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে।
পুলিশ সুত্রে জানা যায় কিশোরে নাম, সুরজ কর্মকার ১৫ বাবা সুদাম কর্মকার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় কিশোরের বাড়িতেও। থানাতেও জানান হয়। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মৃত কিশোরের বাবা-মা ও আত্মীয় পরিজনেরা।
মৃত কিশোরের বাবা সুদাম কর্মকার বলেন, ছেলের শরীরে কোথাও কোন ক্ষত বিক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। কে বা কারা , কেন মারলো কিছুই বুঝতে পারছিনা। পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছেন।