|
---|
সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-করোনার কারণে লকডাউনে সংকটকালে আবারও মানবিক প্রয়াস নিলোবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অ্যালামনি এসোসিয়েশন । রবিবার সকালে প্রাক্তনী সংসদের উদ্যোগে দ্বিতীয় পর্বের ত্রাণ কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার শলবনি থানার অন্তর্গত সোনাকোড়া গ্রামের আশি(৮০)টি অসহায় পরিবারের হাতে আলু, পেঁয়াজ,ডাল,সয়াবিন, সরিষার তেল, নুন, চিড়া,সাবানসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। প্রাক্তনীদের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক অধ্যাপক পীযূষ কান্তি জানা, রত্নাকর কুণ্ডু, ডঃ নকুল মণ্ডল, দ্যুতি সামন্ত, গৌতম মিদ্যা, অনির্বাণ সাঁতরা, প্রভাত দাস, সঞ্জয় বিশ্বাস সহ অন্যান্যরা।
স্বভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য
এসোসিয়েশনের পক্ষ থেকে বিভাগের সমস্ত প্রাক্তনী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়েছে।