|
---|
নিজস্ব সংবাদদাতা; হলদিয়া: আজ সকাল ১০টা ১৫মিনিট নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত বরদা রেলওয়ে স্টেশন ২নং প্লাটফর্মে এক রমণী দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায়। ঘটনার জেরে জ্ঞান হারিয়ে ফেলে ওই তরুণী। যার বয়স আনুমানিক ১৯ বছরের কাছাকাছি।
প্লাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা ছুটে মাথায় জল দিয়ে তাকে প্লাটফর্মে থাকা সিটে শুইয়ে সেবা দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তরুণী পড়ে যাওয়ার পর নিজেই তার কাছে থাকা ব্যাগ থেকে জলের বোতল বের করে মাথায় ঢালতে থাকে। এরপর “বাবা গো – মা গো” বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে কাঁদতে সে জ্ঞান হারিয়ে আবারও পড়ে যাওয়ার মুহূর্তে এক ভদ্র মহিলা ছুটে গিয়ে তাকে ধরে ফেলেন। মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার ঘটনায় ঘাড়ে ও মাথায় চোট পেয়েছে তরুণী।
প্রাথমিক ভাবে “মীনা” নামে ওই তরুণীর জ্ঞান ফেরার পর জানা গিয়েছে, ওই তরুণী সুতাহাটা থানা এলাকার গোড়াদোরো গ্রামে তার মামা বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল। তবে, তার নিজের বাড়ির ঠিকানা সম্বন্ধে সঠিক তথ্য জানা যায়নি। প্লাটফর্মে থাকা সিভিক ভলান্টিয়ার দ্বারা খবর পৌঁছে যায় সুতাহাটা থানায়। এছাড়াও, খবর দেওয়া হয় গোড়াদোরোয় মীনার মামার বাড়িতে।