|
---|
খান আরশাদ, বীরভূম:বীরভূমের শান্তিনিকেতনের বিশ্বভারতী চত্বর থেকে শুক্রবার রাত্রি ১১টা নাগাদ যুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। জানা গেছে শান্তিনিকেতনের আম্রকুঞ্জ ও চীনা ভবনের মাঝামাঝি জায়গায় ওই যুগলের মৃতদেহ প্রথমে নজরে আসে সেখানে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ ওই যুগলের দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত যুবকের নাম সোমনাথ মাহাতো বলে জানা গেছে। সে বোলপুরের জামবুনি শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। যুবতির পরিচয় অবশ্য জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। তবে তা কি কারনে তা সঠিক ভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।